আপনার সন্তানের জন্ম নিবন্ধন বা আপনার নিজের জন্ম নিবন্ধন না হয়ে থাকলে এখন ঘরে বসেই অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করে নিতে পারেন। অনলাইনে জন্ম নিবন্ধন করতে ভিজিট করুন: http://bris.lgd.gov.bd/pub/
আপনার জন্ম স্থান বা স্থায়ী ঠিকানার বিভাগ, জেলা, উপজেলা, প্রভৃতি ধাপ পার হয়ে ওয়ার্ড পর্যন্ত নির্বাচন করতে হবে। অনলাইন জন্ম নিবন্ধনের আবেদন ফরম প্রথমে বাংলায় ও পরবর্তীতে ইংরেজিতে পূরণের পর প্রয়োজনীয় সম্পাদনা করে সংরক্ষণ বাটনে ক্লিক করুন।
সংরক্ষণ বাটনে ক্লিক করলেই আবেদন পত্রটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে স্থানান্তিরত হয়ে যাবে, আবেদনকারীর সংশোধনের সুযোগ থাকবে । অতঃপর পরবর্তী ধাপে প্রিন্ট বাটনে ক্লিক করলে আবেদন পত্রের মুদ্রিত কপি পাবেন।
মাহবুবুল হাসান কনক
উদ্যোক্তা
মাইজপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার ,
http://maijparaup.narail.gov.bd
01712926598
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS