Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
আপনার সন্তানের জন্ম নিবন্ধন বা আপনার নিজের জন্ম নিবন্ধন না হয়ে থাকলে এখন ঘরে বসেই অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করে নিতে পারেন।
Details

আপনার সন্তানের জন্ম নিবন্ধন বা আপনার নিজের জন্ম নিবন্ধন না হয়ে থাকলে এখন ঘরে বসেই অনলাইনে  জন্ম নিবন্ধনের আবেদন  করে নিতে পারেন।  অনলাইনে জন্ম নিবন্ধন করতে ভিজিট করুন: http://bris.lgd.gov.bd/pub/

 

আপনার জন্ম স্থান বা স্থায়ী ঠিকানার বিভাগ, জেলা, উপজেলা, প্রভৃতি ধাপ পার হয়ে ওয়ার্ড পর্যন্ত নির্বাচন করতে হবে। অনলাইন জন্ম নিবন্ধনের আবেদন ফরম প্রথমে বাংলায় ও পরবর্তীতে ইংরেজিতে পূরণের পর প্রয়োজনীয় সম্পাদনা করে সংরক্ষণ বাটনে ক্লিক করুন।

সংরক্ষণ বাটনে ক্লিক করলেই আবেদন পত্রটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে স্থানান্তিরত হয়ে যাবে, আবেদনকারীর  সংশোধনের সুযোগ থাকবে । অতঃপর পরবর্তী ধাপে প্রিন্ট বাটনে ক্লিক করলে আবেদন পত্রের মুদ্রিত কপি পাবেন।

সনদের জন্য ১৫ দিনের মধ্যে উক্ত আবেদন পত্রে নির্দেশিত প্রত্যয়ন সংগ্রহ করে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্রের সত্যায়িত কপিসহ  ( সংশোধন থাখলে আবেদন পত্রে উল্লেখ করতে হবে) নিবন্ধক অফিসে যোগাযোগ করুন।

 

  নিবন্ধন সনদ প্রদান এর  পর কোন সংশোধনের সুযোগ থাকবে না ।

 

 

 

      মাহবুবুল হাসান কনক

          উদ্যোক্তা

 মাইজপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার ,

http://maijparaup.narail.gov.bd

 

          01712926598

Image
Publish Date
18/11/2014
Archieve Date
31/12/2020